উন্নতমানের ব্রিধান-৪৯ ধান কর্তনের উদ্বোধন
চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় ব্রিধান-৪৯ প্রদর্শনী নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের (কৃষি বস্নক) বালিয়া পশ্চিম এলাকায় কৃষক তাজুল ইসলাম পাটওয়ারী ধান ক্ষেত এ কর্তন অনুষ্ঠিত হয়।
ধান কর্তন অনুষ্ঠানকল্পে চাঁদপুর সদর উপজেলা কৃষি